অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন

অনলাইন ভর্তি রেজিস্ট্রেশন2015-12-02T10:53:15+06:00

১ . ছাত্রদের করণীয় কতিপয় নিয়ম কানুন

  • ছাত্রদের জন্য ৩সপ্তহ পর শ্রেনী শিক্ষকের সুপারিশে নাজিমে দারুল ইকামার মাধ্যমে শুধু শুক্রবারের জন্য ছুটি মঞ্জুর করা যাবে, অবশ্য ক্লাশ চলাকালিন ছুটি নিতে হলে শ্রেণী শিক্ষকের সুপারিশে নাজিমে তালিমাত বরাবর লিখিত দরখাস্তের মাধ্যমে ছুটি মঞ্জুর করাতে হবে।
  • কোন ছাত্রদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণ নিষেধ, অন্যথায় কাহারো কাছে পাওয়া গেলে তা অনির্দিষ্টকালের জন্য বাজিয়াপ্ত করা হবে। এতে ওযর আপত্তি বা কাহারো কোন সুপারিশ গ্রহণযোগ্য  হবেনা।
  • কোন ছাত্র অন্য ছাত্রের কাপড় চোপড়, লুঙ্গি, জুতা জিনিষপত্র, ইত্যাদি বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পুর্ণ নিষেধ।
  • এক ক্লাশের ছাত্র অন্যক্লাশে অনুমতিবিহীন যাওয়া সম্পূর্ণ নিষেধ।
  • কোন ছাত্র নিজ সিট ছেড়ে অন্যের সিটে রাত যাপন করা অমার্জনীয় অপরাধ।
  • প্রত্যেক ছাত্র প্রয়োজনীয় সামগ্রী নিজ দায়িত্বে রাখবে।
  • একে অন্যকে কোন প্রকার হাদিয়া দিতে পারবে না।
  • কারো দ্বারা কষ্ট পেলে নিজে বিচার করতে পারবেনা বরং শিক্ষিকাদের কাছে বলবে।
  • নির্ধারিত সময়ে খানা খেতে হবে।
  • ক্লাশ চালাকালীন সময়ে মাদ্রাসার ভিতরে কোন আত্মীয়-স্বজন নিয়ে আসা বা তাদের সাথে গল্প করা নিষেধ।
  • কোন ছাত্রদের কাছে স্বর্ণালংকার বা ১০০ (একশত) টাকার বেশি থাকতে পারবেনা।
  • ক্লাশ টাইমের পূর্বে মাদ্রাসায় উপস্থিত হতে হবে।
  • কাউকে বাহিরের কোন খোজ-খবর দেয়া, চিঠিপত্র আদান প্রদান বা টেলিযোগের ব্যবস্থা করে দেয়া থেকে বিরত থাকতে হবে।

উপরোক্ত নিয়মাবলির ব্যতিক্রম পাওয়াগেলে দৃষ্টাস্ত মুলক শাস্তি প্রদান বা প্রয়োজনে বহিষ্কার করা হবে।

২ . ভর্তিচ্ছু ছাত্রের অঙ্গীকার নামা

আমি ওয়াদা করিতেছি যে, নিম্নে বর্ণিত জামিয়ার যাবতীয় আইন-কানুন মেনে চলব।

  • আমি আমার জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের আহকাম পুরাপুরি মানিয়া চলিব। টুপি, দাঁড়ি, লেবাস-পোষাকে সুন্নত ও আসলাফে কেরামের অনুসরণ করিব।
  • পাঁচ ওয়াক্ত নামাজ সর্বদা জামাতে তাকবীরে উলার সহিত অত্র জামিয়ার মসজিদে আদায় করিব।
  • দৈনন্দিন সবক (পাঠ) শিখে দরসে (ক্লাসে) সময় মত উপস্থিত থাকিব। লেখাপড়া ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে ছাত্র হিসাবে কোন পরীক্ষায় অংশগ্রহণ করিব না।
  • জামিয়ার ছাত্র থাকাকালীন মুহতামিম সাহেবের লিখিত অনুমতি ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে ছাত্র হিসাবে কোন পরিক্ষায় অংশগ্রহন করিব না।
  • জামিয়ার ভিতরে বা বাইরে কোন সমিতি বা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হইব না।
  • জামিয়ার কুতুবখানা হইতে গ্রহন করা কিতাব নষ্ট করিলে বা হারাইয়া গেলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব।
  • গীবত, শেকায়েত, পরনিন্দা ও বিবাদ হতে বিরত থাকিব। কেউ দুর্ব্যবহার করিলে সম্ভব হইলে ক্ষমা করিয়া দিব। তা না পরিলে কর্তৃপক্ষকে জানাইব।
  • খোদা না করুক যদি কোন সময় ওস্তাদগণের মধ্যে মতবিরোধ দেখা দেয় কোন অবস্থাতেই পক্ষপাত অবলম্বন করিব না।
  • কর্তৃপক্ষ ও আসাতিষায়ে কোরামের সাথে পূর্ণ সম্মান এবং ছাত্র ভাইদের সাথে ভদ্রতা ও সম্প্রীতির সম্পর্ক বজায় রাখিয়া চলব আর প্রতিবেশী জনগণের সাথে সদ্ব্যবহার করব।
  • জামিয়ার যে কোন ব্যাপারে সন্দেহ হইলে তা অন্যের নিকট না বলিয়া সরাসরি মুহতামিম সাহেবের কাছ থেকে জানিয়া নিব।
  • জামিয়া কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ছাত্রাবাসের বাইরে অবস্থান, লজিং বাড়িতে থাকা বা টিউশনি করিব না।
  • জামিয়ার অভ্যন্তরে মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার বা সংরক্ষণ করিব না।
  • বিনা অনুমতিতে বোর্ডিং এর রান্না ঘরে প্রবেশ করিব না।
  • জামিয়ার বোর্ডিং হতে যে খাবার দেওয়া হইবে তা আল্লাহ তা’য়ালার নিয়ামত মনে করিয়া খাইব। কোন সমালোচনায় লিপ্ত হইবো না।
  • অপরের জিনিস যত ক্ষুদ্রই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করিব না।
  • উস্তাদের অনুমতি ছাড়া গেইটের বাইরে যাইব না।
  • খানার ঝুটা, ময়লা ইত্যাদি নির্দিষ্ট স্থানে ফেলিব।
  • মাদ্রাসার পক্ষ হতে প্রণীত ‘নিযামুল আওক্বাত’ অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করিব।

যদি উল্লেখিত কানুন পরিপন্থি কোন কথা বা কাজে লিপ্ত হই, তবে জামিয়া কর্তৃপক্ষ আমাকে যে কোন শাস্তি দিতে বা জামিয়া থেকে বহিস্কার করিতে পারিবেন । এতে আমার / আমার অভিভাবক এর কোন প্রকার আপত্তি থাকিবে না।

৩ . অভিভাবকের অঙ্গীকার নামা

  • আমি আমার ছেলে/ ভাইকে অত্র জামিয়ার সকল নিয়ম-কানুন মানিয়া লেখাপাড়া করতে অভিভাবক হিসাবে সর্বাত্মক সহযোগিতা করিব এবং তার ব্যাপারে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত যে কোন সিদ্ধান্ত মানিয়া নিব।
  • প্রতি মাসে আমার ছেলে/ ভাই এর লেখাপড়ার উন্নতির তদারকির জন্য জামিয়ার উস্তাগণের সাথে কমপক্ষে একবার সাক্ষাত করিব।
  • প্রতিষ্ঠানের আইনশৃংখলা পরিপন্থি কোন কাজ করলে কিংবা লেখাপড়ায় অমনোযোগী হলে প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মানিয়া নিতে বাধ্য থাকিব
  • যদি কখনও জামিয়ায় আসা যাওয়ার পথে অথবা জামিয়া হতে বিনা অনুমতিতে অন্য কোথাও চলে যায়, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাউকে দায়ী করিব না।

উপরোক্ত অঙ্গীকার নামায় সমস্ত মর্ম অবগত হয়ে, স্বেচ্ছায়, সুস্থ-মস্তিস্কে এবং শুদ্ধ স্বীকারে আমি আমার নিজ নামে স্বাক্ষর করলাম।

৪ . ভর্তির নিয়মাবলী

  • সমপূর্ন আবাসিক ছাত্র ভর্তি করা হয়।
  • কিতাব বিভাগ : ৫ই শাওয়াল থেকে ১০ই শাওয়ালের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন।
  • হিফজ ও মক্তব বিভাগ: ১লা রমযান থেকে শুরু।
  • ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি এবং শির্ক্ষাথীর ও অভিভাবকের ১কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
  • নকনি ছা্ত্রর জন্য ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পুরাতন ছাত্রর ক্ষেত্রে বার্ষিক পরীক্ষায় উত্তির্ণ হতে হবে।
  • মাদ্রাসার নির্ধারিত ফরমে আবেদন করত: মাদ্রাসার সকল নিয়ম কানুন মেনে চলার অঙ্গিকার করে এবং সেই অঙ্গিকার নামায় ছাত্র ও অভিভাবক উভয়ের স্বাক্ষরের মাধ্যমে ভার্তি হতে হবে।
  • প্রতষ্ঠানের আইন কানুন অমান্য করিলে যে কোন ছাত্রীর ভর্তি বাতিল করার ক্ষমতা কর্তৃক্ষ সংরক্ষণ করেন।
  • ভর্তির সময়  নির্ধারিত ভর্তি ফি , এক কালীন বোর্ডিং ফি ও জেনারেটর বিল সাহ প্রদান করতে হবে। 

সকল ক্লাশের ভর্তি ফির তালিকা

ক্লাশের নাম ফরম ফি ভর্তি ফি জেনারেটর বিল

বোর্ডিং ফি

(এক কালীন)

বাৎসরিক

(মৌসুমী সাদা)

দ্বাদশ শ্রেণী (ফযীলত) ১০০/= ২০০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
একাদশ শ্রেণী ১০০/= ১৫০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
দশম শ্রেণী ১০০/= ১৫০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
নবম শ্রেণী ১০০/= ১৫০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
অষ্টম শ্রেণী ১০০/= ১৫০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
সপ্তম শ্রেণী ১০০/= ১২০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
ষষ্ঠ শ্রেণী ১০০/= ১২০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
পঞ্চম শ্রেণী ১০০/= ১২০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
চতুর্থ শ্রেণী ১০০/= ১২০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=
হুফ্ফায ১০০/= ১৫০০/= ৩০০/= ১০০০/= ৫০০/=

Join Over 500,000 Students Enjoying Avada Education Now

Become Part of Avada University to Further Your Career.

STUDENT FEEDBACK

“There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour”


EMERY BURNS, Science Student

“There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour”


LEE MILLER, Biology Student

“There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour”


EMERY BURNS, Science Student
Go to Top