মাও. সালহউদ্দিন

নাম ও জন্ম তারিখ :-

নাম: সালাহউদ্দিন। পিতার নাম: মাওলানা আব্দুর রাজ্জাক (রহ)। ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছির নগর থানাধীন গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামে ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে ২০/০২/১৯৮২ইং সনে জন্ম গ্রহন করেণ।

শিক্ষা জীবন :-

প্রাথমিক শিক্ষা শুরু হয় জেঠাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেখানে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করি। তারপর আমাদের গ্রামের পূর্বে ঐতিহ্যবাহী গ্রাম ভূবন আনোয়ারুল উলূম মাদ্রাসায় আমাকে ভর্তি করা হয়। সেখানে তিন বছর তথা ইয়াজ দহম হইতে মিজান জামাত পর্যন্ত কৃতিত্বের সাথে লেখা পড়া করি। তারপর দুই বছর সরাইল আলী নগর মাদ্রাসায় নাহবেমীর হইতে হেদায়াতুননাহু পর্যন্ত লেখা পড়া করি। সেখন থেকে চলে যাই ভৈরব জামিয়া দারুল উলূম মাদ্রাসায়। সেখানে জামাতে কাফিয়া হইতে দাওরায়ে হাদিছ, তথা টাইটেল মাষ্টার্স পর্যন্ত একাধারে ৬ বছর কৃতিত্বের সাথে লেখাপড়া করে ২০০২ সালে ফারেগ হয়।

কর্ম জীবন :-

২০০৩ সালের শুরু দিকে ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার অন্তর্গত ভাটপাড়া গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুসসালাম ভাটপাড়া মাদ্রাসায় খেদমতে নিয়োগ হয়ে অদ্যবধি অত্র জামিয়া খেদমতে রয়েছি।

2024-07-16T09:49:40+06:00
Go to Top