সেবা প্রকল্প

সেবা প্রকল্প মাদরাসার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক উদ্যোগ, যা ছাত্রদের মধ্যে সদাচরণ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে নিবেদিত। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের দুস্থ, অসহায় ও সুবিধাহীন মানুষের পাশে দাঁড়ানো শিখে।

  • মজলিসে দাওয়াতুল হক

    মজলিসে দওয়াতুল হকের কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে আধুনিক শিক্ষিত লোকদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করে বিদআত ও কুসংস্কারের মুলোৎপাটনে সহীহ সুন্নাতের প্রচার করা হয়।

  • দুস্থ মানবতার সেবা বিভাগ

    জামিয়ার সেচ্ছাসেবী ছাত্র-শিক্ষকগণ লেখা পড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় সদা তৎপর। জামিয়ার পার্শ্ববর্তী এলাকার গরীব-দুস্থ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড়, জলোচ্ছাস, নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।

  • দ্বীনী ইসলাহী সভা বিভাগ

    সাধারণ মানুষের দ্বীনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বুধবার বাদ মাগরিব জামিয়া আয়োজন করে থাকে এক ইসলাহী মজলিসের। এতে নসীহত পেশ করেথাকেন জামিয়ার শিক্ষক মন্ডলি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।

  • দাওয়াত ও তাবলীগ বিভাগ

    সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত, দ্বীন শেখানো ও নিজের আমলী জিন্দেগী গড়ার লক্ষ্যে অসংখ্য ছাত্র প্রতি ছুটিতে আল্লাহ তায়ালার দ্বীন ও রাসুলের সুন্নাহ প্রচারে পাড়ায় পাড়ায় মহল্লায় দলবদ্বাভাবে বের হয়। প্রতি সপ্তাহে নিয়মিত ২৪ ঘন্টা তাবলীগি কর্মসূচী পালন করা হয়। দাওয়াত ও তাবলীগ বিভাগ এ সকল কর্মসূচী যথাযথ বাস্তবায়ন করে থাকে।