সেবা প্রকল্প
সেবা প্রকল্প মাদরাসার একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক উদ্যোগ, যা ছাত্রদের মধ্যে সদাচরণ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে নিবেদিত। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের দুস্থ, অসহায় ও সুবিধাহীন মানুষের পাশে দাঁড়ানো শিখে।
দাওয়াত ও তাবলীগ বিভাগ
সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত, দ্বীন শেখানো ও নিজের আমলী জিন্দেগী গড়ার লক্ষ্যে অসংখ্য ছাত্র প্রতি ছুটিতে আল্লাহ তায়ালার দ্বীন ও রাসুলের সুন্নাহ প্রচারে পাড়ায় পাড়ায় মহল্লায় দলবদ্বাভাবে বের হয়। প্রতি সপ্তাহে নিয়মিত ২৪ ঘন্টা তাবলীগি কর্মসূচী পালন করা হয়। দাওয়াত ও তাবলীগ বিভাগ এ সকল কর্মসূচী যথাযথ বাস্তবায়ন করে থাকে।
