নাম ও জন্ম তারিখ
ইকবাল হুসাইন। পিতার নাম হাজী আব্দুল গফুর । দাদার নাম : হায়দর আলী । ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানাধীন ২নং বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামে ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে ১৯৬৫ ইং সনে জন্ম গ্রহন করেণ।
শিক্ষা জীবন
প্রথামিক শিক্ষা কায়দা আমপাড়া নিজ গ্রামে মক্তবে শুরু করেন এবং নিজ গ্রামের স্কুলে পঞ্জম শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করেন। প্রাথমিক শিক্ষা শেষ করে ইসলাম শিক্ষা করার জন্য জামিয়া তাজুল উলূম মালিহাতা মাদ্রাসায় সফ্ফে আওয়ালে ভর্তি হন। অতপর স্বীয় পিতার পরামর্শে জামিয়া ইসলামিয়া দারুসসালাম ভাটপাড়া (মাদ্রসায়) ভর্তি হয়ে ৫ বছরে জামাতে হেদায়াতুন্ননাহু পর্যন্ত উচ্চ মানের আরবী ফার্সী কিতাব অধ্যায়ন করেন (সে কালে মাদ্রাসা হেদায়াতুন্নাহু পর্যন্ত ছিল) । পরবর্তীতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় ব্রাহ্মণবাড়ীয়া কাফিয়া জামাতে ভর্তি হয়ে হেদায়া পর্যন্ত পড়া শুনা করেন তার পাশাপাশি ভাদুঘর আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর এর বাড়িতে দারুল মুতালায় থাকেন। পরবর্তিতে জামিয়া ইসলামিয়া জমিরিয়া পুটিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ২ বছর হাদিস ফেকাহ তাফসির (মাকুলাত মানকুলাত) সহ উচ্চতর শিক্ষা অর্জন করেন। অতপর উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ট ইসলামী শিক্ষাকেন্দ্র ভারতে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় গমন করেন। সেখানে তিনি ২ বছর মেশকাত এবং দাওরায়েহাদীস অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে ইলমে নববী অধ্যায়ন করে ১৯৯২ সনে দেশে ফিরে আসেন ।
কর্ম জীবন
শিক্ষা জীবন সম্পন্ন করেই সর্ব প্রথম তিনি সিলেট মৌলবী বাজার দারুলউলূম টাইটেল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন সেখানে এক বছর শিক্ষকতা করার পর ব্রাহ্মণবাড়ীয়া জেলার সারাইল থানায় চুন্টা বাজার (মাদ্রাসায়) ৩ বছর শিক্ষকতা করেন। অতপর ব্রাহ্মণবাড়ীয়া সদর থানা জামিয়া ইসলামিয়া দারুস্সালাম ভাটপাড়া মাদ্রাসায় ১৯৯৫ সনে নাজিমে তালিমাত হিসেবে নিয়োগ হয়ে সম্মনের সহিত নাজেমাতের দায়িত্ব পালন করেন। অতপর ২০১৬ সনে আল্লামা হুসাইন আহমাদ সাহজাহান সাহেব (রাহঃ) এর ইন্তেকালের পর ৮ মাস শুরার মাধ্যমে পরিচালিত হয়। অতপর গ্রাম বাসি ও শুরাসদস্যের পরার্মশে ভারপাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।
শিক্ষাগত যোগ্যতা
পরিক্ষার নাম | পরিক্ষার সন | ফলাফল | মান | বোর্ড / প্রতিষ্ঠানের নাম |
দাওরায়ে হাদিস ( মাষ্টারস | ১৯৯২ | মুমতাজ | দারুল-উলূম, দেওবন্দ। (U.P.) ভারত | |