যোগাযোগ করা

আপনি আলোচনা করতে হবে, যে কোন বিষয়ে আলোচনা করার জন্য আমাদের অফিসে কল দিন।  প্রশ্ন জিজ্ঞাসা করুন বা পরামর্শ দিন।

এক নজরে জামেয়া

জামিয়ার অফিস

  • ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ৮নং নাটাই উত্তর ইউনিয়নের অন্তর্গত ভাটপাড়া গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত।

  • শনিবার – বৃহস্পতিবার: 8:00 AM – 10:00 PM

আমরা কিভাবে সাহায্য করতে পারি?

মাও. ইকবাল কাসেমী

মাও. ইকবাল কাসেমী

মুহতামিম ( ভারপাপ্ত)

মাও. জয়নাল আবেদিন

মাও. জয়নাল আবেদিন

প্রধান নাজিম

হাফেজ মাও. মুনিরুজ্জামান

হাফেজ মাও. মুনিরুজ্জামান

সহকারি নাজিম

Abul-Ahad

আ. আহাদ সাহেব

সভাপতি

abu-talib-buiya

হাজী আবু তালেব ভুইয়া

সক্রেটারি

জনাব হাজী বাবুল মিয়া

হাজী বাবুল মিয়া সাহেব

ক্যাশিয়ার

জামিয়ার সেবা প্রকল্প

  • সাধারণ মানুষের দ্বীনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বুধবার বাদ মাগরিব জামিয়া আয়োজন করে থাকে এক ইসলাহী মজলিসের। এতে নসীহত পেশ করেথাকেন জামিয়ার শিক্ষক মন্ডলি সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ।

  • জামিয়ার সেচ্ছাসেবী ছাত্র-শিক্ষকগণ লেখা পড়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় সদা তৎপর। জামিয়ার পার্শ্ববর্তী এলাকার গরীব-দুস্থ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড়, জলোচ্ছাস, নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।

  • সাধারণ মানুষকে দ্বীনের দাওয়াত, দ্বীন শেখানো ও নিজের আমলী জিন্দেগী গড়ার লক্ষ্যে অসংখ্য ছাত্র প্রতি ছুটিতে আল্লাহ তায়ালার দ্বীন ও রাসুলের সুন্নাহ প্রচারে পাড়ায় পাড়ায় মহল্লায় দলবদ্বাভাবে বের হয়। প্রতি সপ্তাহে নিয়মিত ২৪ ঘন্টা তাবলীগি কর্মসূচী পালন করা হয়। দাওয়াত ও তাবলীগ বিভাগ এ সকল কর্মসূচী যথাযথ বাস্তবায়ন করে থাকে।

  • মজলিসে দওয়াতুল হকের কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে আধুনিক শিক্ষিত লোকদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করে বিদআত ও কুসংস্কারের মুলোৎপাটনে সহীহ সুন্নাতের প্রচার করা হয়।

  • মৃত ব্যক্তির পরিত্যাক্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি উত্তারাধিকারীদের মাধ্যে শরীয়তের বিধান মোতাবেক সুস্থ বন্টনের রূপরেখা প্রদান করা হয় এ বিভাগের মাধ্যমে।

  • ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও বিভিন্ন বিষয়ের শরঈ মাসায়িলের সমাধান প্রদানের জন্য এ বিভাগ। এ বিভাগ থেকে এ ধরনের যে কোন প্রশ্নের জবাব অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ মুফতীগণ দিয়ে থাকেন।