জামিয়ার ভৌগলিক অবস্থান।
প্রতিষ্ঠানের নাম – জামিয়া ইসলামিয়া দারুসসালাম ভাটপাড়া ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ
প্রতিষ্ঠানের অবস্থান: – ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ৮নং নাটাই উত্তর ইউনিয়ন অন্তর্গত ভাটপাড়া গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত।
প্রতিষ্ঠাতা মুহতামিম – জগতজুড়ে আলোকিত এ মনীষার নাম “মাও. আব্দুস সালাম রহ.”। পাহাড়পুরের অলিকুল শীরমণির পরিবারে জন্ম যার।
প্রতিষ্ঠাকাল – ১৯৭০ ঈসায়ী
প্রতিষ্ঠানের আয়তন – ৬০,০০০ বর্গ ফুট।
কক্ষ সংখ্যা – ২২ টি (পুরাতন দুতলা ভবন ১৪০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ)
কক্ষ সংখ্যা – ২৪টি (পাঁচ তলা নির্মাণাধীন নতুন ভবন ১৩০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ , আলহামদুলিল্লাহ তিন তলা সম্পন্ন )
জামেয়ার শিক্ষাস্তর – মক্তব থেকে ফজিলত ২য় বর্ষ (স্নাতক ডিগ্রি) পর্যন্ত রয়েছে। কিতাব বিভাগে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, অংক, ও ইংরেজি বাধ্যতা মূলত পাঠদান হচ্ছে।
জামিয়ার মৌলিক বিষয় বস্তু ।
জামিয়ার মৌলিক বিষয় বস্তু ২ টি
- শিক্ষা বিভাগ
- অর্থ বিভাগ
শিক্ষা বিভাগ
শিক্ষা বিভাগটির কার্যক্রম দুই ভাবে পরিচালিত হয়।
- জামিয়ার শিক্ষা প্রকল্প
- জামিয়ার প্রশিক্ষণ কর্মসূচী
জামিয়ার ক্লাসভিত্তিক পাঠদান
দারুল উলুম দেওবন্দের সিলেবাসের আলোকে তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ড কর্তৃক প্রণিত সিলেবাসে পাঠদান। আর এই প্রকল্পটি ৩ ভাগে বিভক্ত :- ১। আদশ নূরাণী বিভা, ২। হিফজ বিভাগ ও ৩. কিতাব বিভাগ।
জামিয়ার প্রশিক্ষণ কর্মসূচী
ধর্ম-বর্ণ ও সমাজের সকল স্তরে জামিয়ার সন্তানরা যাতে ভূমিকা রাখতে পারে, সে জন্য রয়েছে নানামুখী আয়োজন। তাদের দক্ষ পরিচালনায় সম্পন্ন হয় নিম্নোক্ত আয়োজনসমূহ :
অর্থ বিভাগ:-
জামিয়ার অর্থ বিভাগ: ৪ টি ফান্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ।
- সাধারণ ফান্ড :-
- গরীব ফান্ড :-
- কিতাব ফান্ড :-
- মসজিদ ফান্ড :-